ব্রেকিং নিউজ রাজ্য

আবহাওয়ার পূর্বাভাস : সকালের দিকে হালকা ঠান্ডা থাকবে এখনও কয়েকদিন

ফাল্গুনের শেষেই যেন পুড়ছে গোটা শহর। আপাতত বৃষ্টির দেখা নেই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, বেশ কয়েকদিনের মধ্যেই কলকাতার তাপমাত্রা ৩৫° সেলসিয়াসে পৌঁছে যাবে। তীব্র দাবদাহে আর কাঠফাটা রোদ্দুরে ঘেমে নেয়ে একসা হবে বঙ্গবাসী।

এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০° সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৬%। শুক্রবার মূলত পরিষ্কার থাকবে গোটা রাজ্যের আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে তীব্র দাবদাহ।

আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০° সেলসিয়াস। অংশত মেঘলা থাকতে পারে কিছু এলাকার আকাশ। আপেক্ষিক আর্দ্রতা বাড়াবে অস্বস্তি। বিকেলের পর ঠান্ডা বাতাস প্রবাহিত হতে পারে। ফলে রাতের দিকে আবহাওয়া কিছুটা আরামদায়ক হতে পারে।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোথাও কোন বৃষ্টির সম্ভাবনা নেই অর্থাৎ শুকনোই থাকবে উত্তরবঙ্গ এবং দক্ষিণ বঙ্গের জেলা গুলি এবং বাড়বে তাপমাত্রা। আগামী বেশ কয়েকদিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না হিমালয় এবং তার পাদদেশ সংলগ্ন জেলাগুলিতে।

দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া বেশ গরম। আগামী ৫ দিনের মধ্যে দক্ষিণবঙ্গে খুব একটা পরিবর্তন হবে না তাপমাত্রার। কোথাও কোনও রকম বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ জুড়ে। তবে সকালের দিকে হালকা ঠান্ডার আভাস থাকবে এখনও বেশ কয়েকদিন।