দেশ ব্রেকিং নিউজ

ট্রেনে আছড়ে পড়ছে জলপ্রপাত, দেখুন ভিডিও

ট্রেনের গায়ে আছড়ে পড়ছে জলপ্রপাত। যা দেখা যায় না সচরাচর। জলের ঝাঁপটায় চারপাশটা সাদা হয়ে গিয়েছে। আর জলের চাদরে যেন কুয়াশা তৈরি হয়েছে বলে মনে হচ্ছে। সেই জলের দাপটেই থমকে গিয়েছে ট্রেন। দেখে মনে হচ্ছে কুয়াশায় ট্রেনের কয়েকটি বগি অদৃশ্য হয়ে গিয়েছে। এমনই ছবি এবার ধরা পড়েছে গোয়ায়।
এই দৃশ্য ধরা পড়েছে গোয়ার দুধসাগর জলপ্রপাতের ধারে। সেই ভিডিও টুইটে শেয়ার করেছে রেল মন্ত্রক। যা মুহূর্তে ভাইরাল হয়েছে। গোয়ার মারগাঁও থেকে কর্নাটকের দিকে যাওয়ার রেল লাইনের পাশেই রয়েছে দুধসাগর জলপ্রপাত। বর্ষাকালে সে ভয়াল রূপ নেয়। আর তখন বৃষ্টি হলে তো কথাই নেই।
তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সে সময় দুধসাগর জলপ্রপাতের পাশ দিয়ে মান্ডোভি নদীর উপরে রেলসেতু দিয়ে একটি ট্রেন যাচ্ছিল। কিন্তু প্রবল বৃষ্টি আর দুধসাগর জলের ধারায় ঘন কুয়াশার চাদর তৈরি হয়েছিল। যার জেরে দৃশ্যমানতাও কমে গিয়েছিল। বাধ্য হয়ে চালককে ট্রেন থামিয়ে দিতে হয়।
সেতুর মাঝে দাঁড়িয়ে ট্রেনটি। তার গায়ে আছড়ে পড়ছে জলপ্রপাতের ঝাপটা। সঙ্গে জুড়েছে বৃষ্টি। সব মিলিয়ে এক ভয়ঙ্কর সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল সেখানে। ৩১০ মিটার উচ্চতার এই জলপ্রপাত ভারতের উচ্চতম প্রপাতগুলির মধ্যে একটি। এতটা উচ্চতা থাকার পাশাপাশি তিরিশ মিটার চওড়াও সে।

https://twitter.com/PBNS_India/status/1420354600729817090