টেলিকম ব্যবসায় এবার অন্যপথে হাঁটতে চলেছে ভোডাফোন। স্পেকট্রাম নিলামের সুদ বাবদ অর্থ ও বকেয়া টাকা মেটাতে না পারায় কেন্দ্রীয় সরকারের হাতে ৩৫.৮ শতাংশ শেয়ার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল ভোডাফোন। এরফলে ভোডাফোন গ্রুপের হাতে থাকবে ২৮.৫ শতাংশ ও আইডিয়া তথা আদিত্য বিড়লা গ্রুপের হাতে থাকবে ১৭.৮ শতাংশ শেয়ার।
সূত্রের খবর, দেশের সবকটি টেলি সংস্থাই বেশ কয়েকবছর ধরে আর্থিক ক্ষতির সম্মুখীন। ২০১৬ থেকে ভোডাফোনের বাজার বেশ তলানিতে। টেলিকম জগতে জিওর একাধিপত্যে অন্যান্য সংস্থাকে আরও বেকায়দায় ফেলেছে। পাশাপাশি ভোডাফোন গ্রাহকদের মুখ ঘুরিয়ে নেওয়া তো আছেই। শেয়ার বিশেষজ্ঞদের মতে, বাজারে টিকে থাকতে হলে ভোডাফোন আইডিয়ার গ্রাহক সংখ্যা বাড়াতেই হবে।
বিশেষজ্ঞদের মতে, Vi বা ভোডাফোন আইডিয়া সংস্থার এই পদক্ষেপ অপ্রত্যাশিত। কেননা, সম্প্রতি কেন্দ্রীয় সরকার রিলিফ প্যাকেজ ঘোষণা করায় ভোডাফোন আইডিয়ার হাতে নগদের পরিমাণ কিছুটা বেড়েছে। তাই সংস্থা তহবিল গড়ার জন্য একটি নতুন পদক্ষেপের পথে হাঁটবে বলেও মনে করা হলেও সরকারের হাতে শেয়ার তুলে দেওয়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিতই। এর ফলে সংস্থাটি ভারতের টেলিকম মার্কেটে টিকে থাকবে কিন্তু সরকারের হাতে বেশি শেয়ার থাকার ফল কী হবে, তা এখনই বলা মুশকিল। সেজন্য জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
প্রসঙ্গত, জিও ভারতের বাজারে আসার পর তা অল্পদিনের মধ্যেই দেশের এক নম্বর টেলিকম সংস্থা হয়ে উঠেছে, সেখানে ভোডাফোনকে অস্তিত্ব লড়াইয়ে নামতে হচ্ছে, যে ভোডাফোন একসময় ভারতের টেলিকম বাজারের অন্যতম নিয়ন্তাশক্তি ছিল, এ বড়ই তাৎপর্যপূর্ণ।