RG Kar -এ কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার রেশ এখনও কাটেনি। সেই আবহে এবার গণধর্ষণের শিকার আইন পড়ুয়া। প্রেমের ফাঁদে পড়েই সর্বনাশ। প্রেমিক সহ চার যুবক মিলে তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। শুধু তাই নয়, ধর্ষণের ভিডিয়ো রেকর্ড করে অভিযুক্তরা তাঁকে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল করা হয় বলেও অভিযোগ। যুবতী আত্মহত্যারও চেষ্টা করেন।
এই ঘটনায় অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে চাঞ্চল্য ছড়িয়েছে। সেখানে আইন পড়ুয়া এক যুবতীকে গণধর্ষণ করা হয়। পুলিশ অভিযুক্ত চারজনকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, ওই যুবতীর প্রেমিক চলতি বছরের অগস্ট মাসে এক বন্ধুর ফাঁকা ফ্ল্যাটে নিয়ে যায়। সেখানে তাঁর সঙ্গে ঘনিষ্ঠ হয়। ওই সময় অভিযুক্ত যুবকের বন্ধুরা গোপনে রেকর্ড করে রাখে ঘনিষ্ঠ হওয়ার ভিডিয়ো। এরপর সেই ভিডিয়ো দেখিয়েই ব্ল্যাকমেইল করা শুরু হয়। ওই ভিডিয়ো দেখেই এরপর যুবকের বন্ধুরাও ওই যুবতীকে ধর্ষণ করে।
নির্মমভাবে একাধিক যুবকের দ্বারা ধর্ষণ হওয়ার ফলে গত ১৮ নভেম্বর আত্মহত্যার চেষ্টা করে যুবতী। কোনওক্রমে যুবতীর বাবা জানতে পেরে তাঁকে প্রাণে বাঁচায়। এরপর চাপ দিতেই সব সত্যি উগরে দেয় নির্যাতিতা। তাঁর অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় অভিযুক্তদের। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যয় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।