জেলা

পঞ্চায়েতে তালা ঝুলাল গ্রামবাসীরা

এই অতিমারির সময়েও কিছু মানুষ তাঁদের বেঁচে থাকার প্রথমিক রসদগুলি পূরণ করতে সক্ষম হলেও, এই সময়ে অনেকেই আছেন যাদেরকে নিজেদের বেঁচে থাকার রসদ যোগাতে হিমশিম খেতে হয় । সেই সব দুঃস্থ মানুষগুলির কাছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পাশে দাঁড়িয়েছে সরকার । যাদের মাথার উপর পাকা ছাদ নেই তাদের পাকা বাড়ি তৈরির জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের প্রণয়ন করেছে। তেমনই একটি প্রকল্প ”প্রধান মন্ত্রী আবাস প্লাস যোজনা ” । এবার এই আবাস প্লাস যোজনাতে উপভোক্তাদের নামের তালিকা প্রকাশ না করায় পঞ্চায়েতে ঝুলল তালা । বুধবার ঘটনাটি ঘটে বাঁকুড়ার মেজিয়া থানার রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে।
বুধবার রামচন্দ্রপুর অঞ্চলের বেশকিছু মহিলা উপভোক্তা এসে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেয় ।
তাদের দাবি অন্যান্য পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনার উপভোক্তাদের তালিকা প্রকাশ করা হলেও এ পঞ্চায়েতে এখনো তা প্রকাশ করা হয়নি। পাশাপাশি তারা আরও অভিযোগ করেন যে –  যাদের একবার করে বাড়ি এসেছে তাদের আবার দ্বিতীয়বার বাড়ি আসছে।  এবং আমরা প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি । উপভোক্তাদের তালিকা চাইতে গেলে আমাদের কাছে নেই বলে বিষয়টিকে অস্বীকার করে পঞ্চায়েত কর্মীরা।  তাই আমরা পঞ্চায়েত অফিসে তালা ঝুলাতে বাধ্য হয়েছি।
দীর্ঘক্ষণ তালা ঝুলানো অবস্থায় থাকে পঞ্চায়েত অফিস ।ভিতরের কর্মীরা বাইরে এবং বাইরের কর্মীরা ভিতরে প্রবেশ করতে না পারায় শেষমেষ ঘটনাস্থলে আসে মেজিয়া থানার পুলিশ।  এবং তারা উপভোক্তাদের আশ্বস্ত করেন পাশাপাশি  তারা বিডিওর কাছে লিখিত জমা দেওয়ার কথা বললে বিক্ষুব্ধ উপভোক্তারা তালা মুক্ত করে পঞ্চায়েত অফিস ।
এবিষয়ে পঞ্চায়েত প্রধান সুমিত্রা দাস কে জিজ্ঞাসা করা হলে বলছে বলে পঞ্চায়েতে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে বলে দায় সেরেছেন।
বিশেষ সংবাদদাতাঃ মলয় সিংহ,বাঁকুড়া