ব্রেকিং নিউজ রাজ্য

এক্তেশ্বর গাজন মেলায় মর্মান্তিক নাগরদোলা দুর্ঘটনা, মৃত কলেজ ছাত্রী

গাজন মেলা দেখতে এসে মৃত্যু হল ২০ বছর বয়সী এক তরুনীর। বাঁকুড়ার প্রাচীন এবং ঐতিহ্যবাহী এক্তেশ্বর গাজন মেলার শুক্রবারেই ছিল শেষ দিন। করোনার পর এই বার বেশ জমিয়ে বসেছিল মেলা, আশপাশের গ্রাম থেকেও বহু মানুষ ভিড় জমিয়েছিলেন এই মেলায়।

ভাদুল গ্রাম থেকে পরিবারের কয়েক জনের সঙ্গে মেলা দেখতে এসেছিলেন প্রিয়ঙ্কা বাউরি। এ দিক-ও দিক ঘোরাঘুরির পর সবাই মিলে নাগরদোলায় চেপেছিলেন। আর তখনই বিপত্তি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন নাগরদোলা ঠিক ঘুরতে শুরু করেছে, ওই সময় কোনও ভাবে প্রিয়ঙ্কার খোলা চুল আটকে যায় নাগরদোলার বেয়ারিং এবং ধাতব দণ্ডে। সঙ্গে সঙ্গে আসন থেকে ছিটকে আটকে পড়ে চুল-সহ নাগরদোলার একটি ধাতব দণ্ডে ঝুলতে থাকেন প্রিয়ঙ্কা। কয়েক সেকেন্ড ওই ভাবে ঝুলে থাকার পর আচমকা চুল এবং মাথার খুলির উপরের অংশ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে প্রায় ২৫ ফুট উপর থেকে মাটিতে পড়ে যান প্রিয়ঙ্কা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যান স্থানীয়রা। কিন্তু তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হয়। ওই হাসপাতাল থেকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তরুণীর।

মৃতার পরিবার এই দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে। ইতিমধ্যে বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।