বিনোদন ব্রেকিং নিউজ

বেঁচে আছেন বিক্রম গোখলে, অবস্থা আশঙ্কাজনক!!

ছড়িয়ে পড়েছে ভুয়ো খবর। এখনো বেঁচে আছেন বিক্রম গোখলে। নীরবতা ভেঙে একথা জানায় গোখলে পরিবার।প্রসঙ্গত, বিগত ১৫ দিন ধরেই পুণের এক হাসপাতালে ভর্তি ছিলেন বিক্রম গোখলে। তবে বুধবার সন্ধেবেলা আচমকাই তাঁর শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক হয়, চিকিত্‍সকদের তরফেই জানা গিয়েছে সেকথা।

বুধবার রাতে অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তাঁর স্ত্রী ব্রুশালি গোখলে জানান, বিক্রম এখনও শেষ হয়ে যাননি। তিনি কোমায় আছেন। এই মুহূর্তে ভেন্টিলেশনে রয়েছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন অভিনেতার মাল্টি অর্গান ফেলিওরের সম্ভাবনা রয়েছে। অবস্থা আশঙ্কাজনক।

গত পনেরো দিন ধরেই হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষীয়ান ও জনপ্রিয় অভিনেতা বিক্রম গোখলে। ১৯৭৬ সালে মাত্র ২৬ বছর বয়সে বলিউডে পা রাখেন বিক্রম। ১৯৯৯ সালে, সঞ্জয় লীলা বনসালির ছবি ‘হাম দিল দে চুকে সানাম’- এ অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের বাবার ভূমিকায় অভিনয় করে দর্শকমহলে জনপ্রিয়তা পান অভিনেতা। ‘ভুল ভুলাইয়া’, ‘দিল সে’, ‘দে দানা দান’, ‘হিচকি’, ‘নিকাম্মা’, ‘মিশন মঙ্গলের’ মতো একাধিক বলিউডের হিট ছবিতে তাঁর অভিনয় উল্লেখযোগ্য। ২০১০ সালে জাতীয় পুরস্কার পান মারাঠি সিনেমা অনুমতির জন্য। তাঁকে শেষ দেখা গিয়েছে শিল্পা শেট্টির নিকাম্মা-তে।