বিকাশ দুবেকে নিয়ে নাটকের শেষ নেই। গ্যাংস্টার বিকাশ দুবেকে মধ্যপ্রদেশ থেকে নিয়ে আসার সময় নাটকীয় ঘটনা। প্রথমে পুলিশের গাড়ি ওল্টানো এবং পুলিশের পিস্তল ছিনিয়ে বিকাশের পালানোর চেষ্টা। শেষে এনকাউন্টারে মৃত্যু বিকাশ দুবের। শুক্রবার বিবৃতি দিয়ে এমনই দাবি করল উত্তরপ্রদেশ পুলিশ। তাদের দাবি, বিকাশকে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। তবে তাতে কান না দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সে। কানপুরের কাছে দুর্ঘটনায় পড়ে বিকাশের গাড়ি। কনভয়ে যে গাড়িতে বিকাশ ছিল, সেই গাড়িটিই উল্টে যায় বলে খবর।
পুলিশ সূত্রে খবর, মধ্যপ্রদেশ থেকে গ্রেপ্তার করার পর বিকাশকে নিয়ে আসা হচ্ছিল কানপুরে। শুক্রবার সকালে তিনটি পুলিশের গাড়ির মধ্যে একটি হাইওয়ের উপর দুর্ঘটনায় উলটে যায়। যে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছিল, তাতেই ছিল বিকাশ। দুর্ঘটনার পর সে পালানোর চেষ্টা করলে এনকাউন্টার শুরু হয়। পুলিশের গুলিতে মৃত্যু হয় তার।
এসটিএফের কনভয়ের একটি গাড়ি উল্টে যায়, দুমড়ে মুছড়ে যায়। পুলিশ সূত্রে খবর, বিকাশ উল্টে যাওয়া গাড়ি থেকে পালাতে চেষ্টা করে। এক পুলিশ কর্মীর থেকে পিস্তল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে সংঘর্ষ। বিকাশকে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। কিন্তু সে তাতে রাজি না হয়ে গুলি চালাতে শুরু করে। আত্মরক্ষায় পালটা গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। আহত বিকাশকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিত্সা চলাকালীন সেখানেই তার মৃত্যু হয়। উজ্জ্বয়িনী থেকে ধৌলি আনার পথে বিকাশের গাড়ি উল্টে যায়। সেখানে জড়ো হয়ে যায় বিকাশের সঙ্গীরাও। পুলিসের পিস্তল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে বিকাশ দুবে। সেসময় পুলিসের এনকাউন্টারে মৃত্যু হয় তার। তার বুকে গুলি লাগে।