১৫ থেকে ১৮ বছর বয়সিদের প্রতিষেধক দেওয়া হবে কোভ্যাকসিন। রেজিস্ট্রেশন চলছে কোউইন পোর্টালে। এই ভ্যাকসিনেশন হচ্ছে স্কুলগুলিতে। কলকাতার ১৬টি স্কুল চূড়ান্ত করেছে পুরসভা। পাশাপাশি ৩৭ কোভ্যাক্সিন সেন্টার থেকেও দেওয়া হবে প্রতিষেধক। তালিকায় নাম থাকা স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে যেতে হবে আধার কার্ড। ১৫ থেকে ১৮ বছর বয়সি যারা স্কুল পড়ুয়া নয় তাদের টিকা পুরসভার ৩৯টি টিকাদান কেন্দ্র থেকে হবে।
রেজিস্ট্রেশন কিভাবে করবেন দেখে নিন-
- ২০০৭ বা তার আগে জন্ম হতে হবে।
- ফটো আইডি প্রমাণপত্র চিহ্নিত করতে হবে।
- আধার বা প্যান কার্ড বা পাসপোর্ট বা স্টুডেন্ট ফটো আইডি বা ইউনিট ডিজ্যাবিলিটি আইডি-র নম্বরে ফোন করতে হবে।
- কোউইনে ‘বুক ইয়োর স্লট’ ক্লিক করতে হবে।
- সংশ্লিষ্ট মোবাইল নম্বরে OTP যাবে।
- মোবাইলে আসা OTP যথাস্থানে লিখতে হবে। নাম, লিঙ্গ, জন্মতারিখ লিখুন। প্রমাণপত্রে থাকা নম্বর দিয়ে
- অ্যাড মেম্বার আইকনে ক্লিক করতে হবে।
নাবালকদের টিকাকরণ নিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল বিশেষজ্ঞদের মতে, বাংলায় কোভিড মারাত্মক হারে বাড়ছে। তার মধ্যে এটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রত্যেক অভিভাবকের কাছে অনুরোধ তাঁরা যেন তাঁদের সন্তানদের নিয়ে ভ্যাক্সিনেশনের জন্য প্রস্তুত থাকেন। কোভ্যাক্সিন অত্যন্ত কার্যকরী টিকা। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা যাচ্ছে, ৮০ শতাংশ ক্ষেত্রে কোভ্যাক্সিন কোভিডকে রুখতে সমর্থ।