আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

হু–এর সঙ্গে সব সম্পর্ক শেষ করল আমেরিকা

করোনা–বিতর্কে আগেই অর্থ সাহায্য বন্ধ করা হয়েছিল। এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করতে চলেছে আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কথা ঘোষণা করেছেন। তিনি জানান, অভ্যন্তরীণ সংস্কারসাধনে হু চূড়ান্ত ব্যর্থ হয়েছে। এখনও চিনের উপরে নির্ভরতা কাটিয়ে উঠতে পারেনি তারা। ফলে এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছেদের মতো কঠোর পদক্ষেপ করতে আমেরিকা বাধ্য হল। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বছরে ৪৫ কোটি মার্কিন ডলার অনুদান দেয় মার্কিন সরকার। এবার থেকে অন্য সংস্থার মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্বাস্থ্য প্রকল্পে খরচ করা হবে।
চিনের উহান প্রদেশে নভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শুরু হয়েছিল। মহামারীর আকারে ছড়িয়ে পড়া এই মারণ ভাইরাসে এখনও পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ এবং অঞ্চলে আক্রান্তের সংখ্যা ৬০ লক্ষ ছুঁইছুঁই। মারা গিয়েছেন ৩ লক্ষ ৬৫ হাজারের বেশি মানুষ। এই মারণ ভাইরাসে সর্বাধিক ক্ষতিগ্রস্ত আমেরিকা। শুধুমাত্র সে দেশে আক্রান্তের সংখ্যা প্রায় ১৭ লক্ষ ৮৭ হাজার। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে আমেরিকায়। করোনাভাইরাসকে চিনের জঘন্য উপহার বলে মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঠিক তার ২৪ ঘণ্টা যেতে না যেতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওপর চরম পদক্ষেপ করলেন তিনি।
উল্লেখ্য, বেজিংয়ের বক্তব্যের উপরে অন্ধের মতো ভরসা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভুল তথ্য দেওয়ার কারণে বিশ্বে করোনা পরিস্থিতি অনুমানের থেকেও ভয়াবহ আকার নিয়েছে বলে আগেই অভিযোগ করেছিলেন ট্রম্প। হংকং ইস্যুতেও এদিন মর্কিন প্রশাসনের নয়া নীতির কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এতদিন হংকংয়ের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা চালু ছিল। দীর্ঘদিন থেকে চলে আসা এই নিয়মের অবসান হতে চলেছে। হংকংয়ের বিশেষ তকমা প্রত্যাহার করে নেওয়া হতে চলেছে বলে বলে ট্রাম্প জানিয়েছেন।
এক দেশ, দুই নীতি হিসেবে খাতায় কলমে চিনের অবিচ্ছেদ্য অঙ্গ হলেও পূর্ণ স্বাধীনতা ভোগ করে হংকং। কিন্তু হংকংয়ের উপরে সম্প্রতি বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন চাপিয়ে দিয়েছে চিনের কমিউনিস্ট শাসকরা। এই আইন হংকংয়ের স্বাধীনতা হরণ করবে বলে অভিযোগ। হংকং ইস্যুতে মার্কিন নীতির বদলের কথা ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প।