জেলা ব্রেকিং নিউজ

কামারহাটিতে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, চলল গুলি

কামারহাটিতে মদন মিত্রের ঘনিষ্ঠদের মধ্যে এলাকা দখল ও তোলাবাজি নিয়ে নিজেদের বিবাদের জেরে এলাকায় উত্তেজনা আতঙ্ক ছড়াল। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে গুলি চলার অভিযোগ। ঘটনায় উভয়পক্ষেরই বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি এমনটাই দাবি।

রবিবার রাতে কামারহাটির বিধায়ক মদন মিত্রের দুই গোষ্ঠীর মধ্যে এলাকা দখল এবং তোলাবাজিকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল কামারহাটি তিন নম্বর ওয়ার্ডের ক্রিক স্ট্রিট। অভিযোগ, রবিবার রাত ৮ টা নাগাদ সাগর দত্ত হাসপাতালে গুড্ডুর লোকদের উপরে আক্রমণ করা হয়। তাদের তিনজন গুরুতর আহত অবস্থায় হাসপাতাল ভর্তি আছে।

গুড্ডুর এলাকার লোকেদের আরও অভিযোগ, রাত দশটা নাগাদ দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফসানা খাতুনের ছেলের নেতৃত্বে প্রায় ১৫ থেকে ২০ জন গুড্ডুর এলাকায় গিয়ে খালি আকাশে চার থেকে পাঁচটা গুলি চড়ে এবং এলাকার মানুষদের ভয় দেখায়। এর ফলে আতঙ্কিত হয়ে পড়েন ক্রিক স্ট্রিট তিন নম্বর ওয়ার্ড অঞ্চলের এলাকার মানুষ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পোস্টিং করে কামারহাটি থানার পুলিশ।

অপরদিকে মদন মিত্রের সঙ্গী তথা দু’নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফসানা খাতুনের অভিযোগ, তার অঞ্চলের দুটো ছেলেকে এমন ভাবে মেরেছে তারা কামারহাটি ইএসআই হাসপাতালে ভর্তি। তারা সবাই পড়াশোনা করে।

তার আরও অভিযোগ, “গুড্ডু মাসে দুবার করে দীঘায় থাকে আর সেই সময় ফোনে ফোনে এলাকায় উত্তেজনার সৃষ্টি করে এলাকায় ছোট ব্যবসাদার বড় ব্যবসাদার এবং সাধারণ মানুষের কাছ থেকে তোলাবাজি, গুন্ডামি করে বেড়ায়। ভয় দেখায় বিটি রোডের উপর উদয় ভিলাতে। এমএলএ মদন মিত্রর অফিসের নাম করে সেখান থেকে তোলাবাজির কাজ হয়। সাগর দত্ত হাসপাতাল ও ইএসআই হাসপাতালে তোলাবাজি করে গুড্ডু এলাকায় সন্ত্রাস করে বেড়াচ্ছে। আমি ১৫ বছরের কাউন্সিলর। আমি কোন গুন্ডা মস্তান নিয়ে চলি না।”