পঞ্চায়েত ভোটের প্রাক্কালে মনোনয়ন চলাকালীন বাঁকুড়ার ইন্দাসে ব্যাগ ভর্তি বোমা-সহ দু’টি গাড়ি আটক করল পুলিশ। দু’টি গাড়িতে থাকা ৮ জনকেও আটক করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, ফোনে বরাত পেয়ে ইন্দাসে বোমা আনা হচ্ছিল। মঙ্গলবার রাতে গোপন সূত্রে পুলিশ জানতে পারে, বুধবার সকালে দু’টি গাড়িতে করে পাটরাইয়ের দিক থেকে বোমা নিয়ে যাওয়া হতে পারে ইন্দাসে। খবর পেয়ে পাটরাই থেকে ইন্দাস যাওয়ার রাস্তায় বাঁধেরপাড় এলাকায় থাকা নাকা তল্লাশি চালায় পুলিশ। বাঁধেরপাড় এলাকায় দু’টি গাড়ি আটকে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বোমা।
বিষ্ণুপুর এসডিপিও কুতুবউদ্দিন খান জানিয়েছেন, বাঁকুড়ায় যানবাহন তল্লাশির সময় একটি গাড়ি থেকে বোমাভর্তি ব্যাগ উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে ৮ জনকে। প্রাথমিক ভাবে গাড়ির দুই চালক জানিয়েছেন যে, মোবাইলে দু’জন তাঁদের আমরুল এবং আশপাশের এলাকা থেকে ইন্দাসে বোমা নিয়ে যাওয়ার বরাত দিয়েছিল। ওই দু’টি গাড়িতে থাকা আট জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে আরও বিস্তারিত জানার চেষ্টা চালানো হচ্ছে। এদিকে গাড়িতে করে বোমা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধেও। বিজেপির দাবি, ওই গাড়ি দু’টিতে করে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন তাঁদের প্রার্থীরা। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মলকুমার ধাড়া বলেন, “ওই দু’টি গাড়িতে করে আমাদের দলের প্রার্থীরা ইন্দাসে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন। বাঁধেরপাড় এলাকায় তৃণমূলের দুস্কৃতীরা গাড়ি দু’টিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। তারাই চক্রান্ত করে গাড়িগুলিতে ব্যাগ ভর্তি বোমা রেখে আমাদের দলের প্রার্থীদের ফাঁসিয়েছে।”