উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গায় ৪০ রাউন্ড গুলি-সহ দুই বিজেপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গোবরডাঙার প্রতাপনগর এলাকার ঘটনা। রবিবার সকালে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম বাসুদেব চক্রবর্তী এবং বিক্রম ঠাকুর। তাঁরা অশোকনগরের সেনডাঙার বাসিন্দা।
পুলিশের দাবি, শনিবার রাতে একটি বাইকে চড়ে গোবরডাঙ্গা থানার প্রতাপনগর এলাকায় যান দুই বিজেপি নেতা বাসুদেব এবং বিক্রম। তাঁদের কাছে বুলেট রয়েছে, এই খবর গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় মছলন্দপুর ফাঁড়ির পুলিশ।