ফের টুইটারে বড়সড় পরিবর্তনের কথা জানালেন এলন মাস্ক। রবিবার একটি টুইট করে তিনি জানান,”খুব শীঘ্রই টুইটারের লোগো থেকে শুরু করে ইন্টারফেস পরিবর্তন হতে চলেছে। প্রথমে আমরা টুইটার ব্রান্ডকে বিদায় জানাবো। তারপর ধীরে ধীরে সব পাখিকে বিদায় জানাবো।যদি আজ রাতের মধ্যে ভাল লোগো পোস্ট করা হয়, তবে আমরা আগামীকাল থেকেই বিশ্বজুড়ে সেই লোগো প্রকাশিত করব।” এরপর তিনি টুইটার ব্যবহারকারীদের কাছে একটি পোলের মাধ্যমে জানতে চান, টুইটার ব্যাকগ্রাউন্ডের রঙ সাদা নাকি কালো থাকবে? যদিও ৭৬ শতাংশ ব্যবহারকারী জানিয়েছেন,সাদার বদলে ব্যাকগ্রাউন্ডের রঙ কালো হোক। আর ২৪ শতাংশ ব্যবহারকারী জানিয়েছেন যে ব্যাকগ্রাউন্ড সাদাই থাকা।
এদিকে নানান জল্পনার মাঝেও ইতিমধ্যেই ভারতে চালু গিয়েছে টুইটার ব্লু সাবস্ক্রিপশন পরিষেবা। এক্ষেত্রে টুইটার অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীদের নিজের পকেট থেকে খসাতে হবে অতিরিক্ত ৯০০ টাকা। আর ওয়েব ব্যবহারকারীদের প্রতি মাসে ৬৫০ টাকা খরচ করতে হবে। এছাড়াও রয়েছে অ্যানুয়াল প্ল্যান কেনার সুযোগ। অ্যানুয়াল প্ল্যানের জন্য গ্রাহককে দিতে হবে বছরে ৬,৮০০ টাকা। সেক্ষেত্রে ব্লু সাবস্ক্রিপশন কিনতে অনেকটা টাকাই কম পড়বে। তবে এই সাবস্ক্রিপশনে বেশ কিছু সুযোগ সুবিধাও দেওয়া হচ্ছে। জানা গিয়েছে,যারা ভেরিফায়েড ফোন নম্বর দিয়ে সাবস্ক্রিপশন করবেন, তারা অটোমেক্যালি নিজেদের টুইটার প্রোফাইলে ব্লু ভেরিফায়েড ব্যাজ পেয়ে যাবেন। এই ব্যাজ বলে দেবে আপনার অ্যাকাউন্টটি অথেন্টিক কিনা। টুইটারের ব্লু সাবস্ক্রিপশন যাঁরা নেবেন,তারা অটোমেটিক্যালি ব্লু টিক পাওয়ার পাশাপাশি বেশ কিছু অ্যাডভার্টাইজ,লম্বা পোস্ট এবং আপকামিং ফিচারের আরলি অ্যাকসেস পাবেন।