Tragic murder. Police have recovered the decapitated bodies of four people, including his wife and children, from a house in Madhupur upazila of Tangail district in Bangladesh. At first, the police could not reveal anything about the mystery of this murder. A tense atmosphere has been created in the whole area. The miscreants cut the throats of four members of the same family, including women and children.
ব্রেকিং নিউজ রাজ্য

জোড়া খুন মগরাহাটে

এক সঙ্গে খুন হয়েছে দুজন। খুনের পদ্ধতি দেখে শিউরে উঠছে সকলেই। জোড়া খুনের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। মগরাহাটে খুন হয়েছে এক সিভিক ভলান্টিয়ার এবং তার এক বন্ধু। প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, প্রথমে গুলি চালিয়ে এবং তার পরে গলা কেটে খুন করা হয়েছে ওই দুই জনকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাওনা টাকা চাওয়া নিয়ে বিবাদের জেরে মগরাহাটে খুন হয় এই দুই ব‍্যক্তি। নিহতদের মধ‍্যে একজন সিভিক ভলেন্টিয়ার ও অন্যজন তার বন্ধু। ঘটনাটি ঘটেছে মগরাহাটের মাগুরপুকুর এলাকায়। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়।

জানা গিয়েছে, মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম বরুণ চক্রবর্তী। অপর মৃত ব‍্যক্তি ওই সিভিক ভলেন্টিয়ারের বন্ধুর নাম মলয় মাখাল। পুলিশ সূত্রে খবর ছয়মাস আগে বরুন ও মলয় ইমারতি দ্রব‍্য কেনার জন‍্য টাকা দেন স্থানীয় জানে আলম মোল্লাকে। সেই টাকা ফেরৎ চাইতে গেলে শুরু হয় বিবাদ। শনিবার সেই টাকা ফেরৎ দেওয়ার নাম করে ২ জনকে ডেকে পাঠিয়ে প্রথমে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়। এরপর কুপিয়ে খুন করা হয় ওই দুই জনকে। এরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে মগরাহাট থানার বিশাল পুলিশ বাহিনী।