ব্রেকিং নিউজ রাজ্য

পাহাড় নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক

পাহাড় সমস্যা সমাধানে ত্রিপাক্ষিক বৈঠক নিয়ে দীর্ঘদিন ধরেই পাহাড়ের নেতারা দাবি তুলছিলেন। অন্যদিকে ত্রিপাক্ষিক বৈঠক না হওয়ায় সাংসদ রাজু বিস্তের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিল অখিল ভারতীয় গোর্খা লীগ। তবে অবশেষে চলতি মাসের ১২ তারিখ পাহাড় ও পাহাড়বাসীর সমস্যা সমাধানের জন্য ত্রিপাক্ষিক বৈঠক হবে।

এই বৈঠকের মাধ্যমে সমস্যা নির্মূল করতে উদ্যোগ গ্রহণ করলো কেন্দ্র সরকার। শনিবার নয়াদিল্লি থেকে নিজের জেলায় ফিরলে বাগডোগরা বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ১২ তারিখ ত্রিপাক্ষিক বৈঠকের কথা জানান তিনি।

এখানে পাহাড়ি নেতাদের পাশাপাশি বৈঠকে রাজ্য সরকারকে আহ্বান করা হয়েছে বলে জানালেন দার্জিলিং জেলা সাংসদ তথা ভারতীয় জনতা পার্টির মুখপাত্র রাজু বিস্ত। পাশাপাশি এদিন সাংবাদিকরা জিটিএ–কে ডাকার প্রশ্ন করলে জিটিএ–এর অস্তিত্ব ও কাজকর্ম নিয়ে প্রশ্ন তোলে দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্ত। তার বক্তব্য যারা জিটিএ চায় তাদের জন্য এই বৈঠক নয় যারা সংবিধানের মধ্যে থেকে পাহাড়ের স্থায়ী সমাধান চায় তাদের জন্যই এই বৈঠক।