দেশ ব্রেকিং নিউজ

এলটিসি ভাউচারে বড় ঘোষণা

সরকারি কর্মীদের লিভ ট্রাভেল কনসেসন বা এলটিসি ক্যাশ ভাউচার এবং বিশেষ উৎসবকালীন অগ্রিম প্রকল্পের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সোমবার জিএসটি কাউন্সিলের বৈঠকের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। উৎসবের মরশুমের আগে ক্রেতার ব্যয় ক্ষমতা বাড়িয়ে বাজারে চাহিদা তৈরির লক্ষ্য নিয়েই এই ঘোষণা করা হয়েছে বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সরকারের আশা, এলটিসি ভাউচার প্রকল্প বাজারে ২৮ হাজার কোটি টাকার চাহিদা তৈরি করবে।
ঝিমিয়ে পড়া দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে বাজারে পণ্যের চাহিদা সৃষ্টির উপরে জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার। তাই উৎসবের মরশুমকে বেছে নিয়েছেন মোদী সরকারের অর্থমন্ত্রী। এদিন জোড়া দাওয়াইয়ের কথা জানিয়েছেন তিনি। তার মধ্যে অন্যতম হল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এলটিসি ক্যাশ ভাউচার স্কিম। অর্থমন্ত্রীর এমন একটি সময় এই ঘোষণা করলেন, যখন আশঙ্কা প্রকাশ করা হচ্ছে চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে জিডিপি ২৩.৯ শতাংশ পড়ে যাবে।
জানা গিয়েছে, এলটিসি নগদ ভাউচার স্কিমের আওতায় সরকারি কর্মচারীরা নগদ টাকা নেওয়ার পরিবর্তে বিকল্প পথ বেছে নিতে পারেন। সীতারমন ঘোষণা করেন, বিকল্প হিসেবে ১২ শতাংশ অথবা তার বেশি জিএসটি যুক্ত পণ্য কিনতে পারবেন কর্মীরা। শুধুমাত্র জিএসটি নিবন্ধিত আউটলেট থেকেই ডিজিটাল মোডে এই পণ্যগুলি কেনা যাবে। ক্যাশ ভাউচারের মাধ্যমে কেনা যাবে না খাদ্যদ্রব্য বা পেট্রোল–ডিজেলের মতো খাদ্য বা জরুরি পণ্য।
উল্লেখ্য, ২০২১ সালের মার্চ মাসের মধ্যে ভাউচারের পুরো টাকা খরচ করে ফেলতে হবে। এর পরে ভাউচারের আর কোনও বৈধতা থাকবে না। এলটিসি বিধি অনুসারে অধিকার প্রাপ্ত কর্মচারীদের ছুটি এবং টিকিটের মূল্য ফেরত দেওয়া হয় তাঁদের নিজের শহর এবং অন্যান্য জায়গায় ভ্রমণ করার জন্য। প্রতি চার বছর অন্তর এই নগদ মেটানো হয়।