সপ্তাহান্তে ফেলে যাত্রী ভোগান্তি। যান্ত্রিক ত্রুটির কারণে শিয়ালদা মেন শাখায় বন্ধ ট্রেন চলাচল। এর ফলে চরম হয়রানি শিকার হতে হচ্ছে নিত্য যাত্রীদের। জানা গিয়েছে, টিটাগড় স্টেশনের ১২ নম্বর রেলগেটের সামনে আপ এবং ডাউন লাইনের মাঝামাঝি জায়গায় সিগন্যালিং ত্রুটি রয়েছে।
এর ফলে এদিন অফিস টাইমে এক ঘন্টার জন্য বিঘ্নিত হয় ট্রেন চলাচল। চরম ভোগান্তির মুখে পড়েন বহু স্কুল পড়ুয়া থেকে শুরু করে অফিস যাত্রীরা। নাকাল হতে হয় নিত্য যাত্রীদের। একাধিক স্টেশনে দাঁড়িয়ে লোকাল ট্রেন। এমনকী শিয়ালদা মেন শাখাতেও অধিকাংশ ট্রেন দেরিতে চলছে বলেই জানা গিয়েছে।ঘটনাস্থলে পৌঁছন রেলের কর্মীরা।এই যান্ত্রিক ত্রুটি ঠিক করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়। এখনও পর্যন্ত পুরোপুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।