দেশ ব্রেকিং নিউজ

বালেশ্বরের দুর্ঘটনাস্থল পরিদর্শনে প্রধানমন্ত্রী

ওড়িশার বালেশ্বরের দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, বালেশ্বরের দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন তিনি। খতিয়ে দেখবেন উদ্ধারকাজও। এরপরে সেখান থেকে কটক হাসপাতালে যাবেন তিনি। রেল দুর্ঘটনায় আহত শতাধিক যাত্রী ভর্তি রয়েছেন ওই হাসপাতালে। তাদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী।

সূত্রের খবর, দুপুর আড়াইটে নাগাদ প্রধানমন্ত্রী ভুবনেশ্বর বিমানবন্দরে পৌঁছবেন। সেখান থেকে হেলিকপ্টারে করে সোজা ঘটনাস্থলে পৌঁছবেন তিনি। সেখানেই জরুরি বৈঠক করবেন তিনি। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর তরফে নিহতদের পরিবার পিছু ২ লাখ টাকা এবং আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে তিনি আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন।

অন্যদিকে, কপ্টারে করে ওড়িশায় পৌঁছে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকেই ঘটনাস্থলে রয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বীনী বৈষ্ণব। দুর্ঘটনাস্থলে গিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনাস্থলে গিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।উদ্ধারকারী দলের সঙ্গে কথা বলেন তিনি। আহতদের চিকিৎসার দ্রুত বন্দোবস্ত করার নির্দেশ দেন। কেন্দ্রীয়মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও কলকাতা সফর সংক্ষিপ্ত করে ওড়িশার বালাসোরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।