মর্মান্তিক বাস দুর্ঘটনা হরিয়ানায়। শুক্রবার ভোরে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ল বৈষ্ণদেবীগামী বাস। বাসটিতে থাকা সাত তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ছয় মাসের একটি শিশুও রয়েছে। আহত হয়েছেন ২০ জনেরও বেশি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সূত্র মারফত জানা গিয়েছে, আম্বালা-দিল্লি-জম্মু জাতীয় সড়কে শুক্রবার ভোরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এদিন বাসটি মহদায় পৌঁছতেই হঠাৎ একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় বাস থেকে ছিটকে রাস্তাতে পড়ে যান অনেকে। কয়েকজন যাত্রী আবার বাসের মধ্যেই আটকে পড়েন। বাসের একটি দিক সম্পূর্ণ ভাবে ভেঙে চুড়ে যায়। বাসের মধ্যে থাকা যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে শুরু করেন। চিৎকার শুনে এগিয়ে আসনে পথচারীরা।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। যুদ্ধকালীন পরিস্থিতিতে আহতদের উদ্ধার করে ক্যান্টনমেন্ট সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।ট্রাভেলারটিতে মোট ২৬ জন তীর্থযাত্রী ছিলেন। ইতিমধ্যেই মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। আহত ধীরজ নামে এক ব্যক্তি জানান, ২৩ মে সন্ধ্যায় বৈষ্ণদেবীর উদ্দেশে রওনা হয়েছিলেন তাঁরা।