দেশ লিড নিউজ

দিল্লি চলো: কৃষক আন্দোলন রুখতে হরিয়ানায় বন্ধ ইন্টারনেট পরিষেবা, জারি একাধিক বিধি

১৩ ফেব্রুয়ারি কৃষকদের বিভিন্ন সংগঠন ‘দিল্লি চলো’র ডাক দিয়েছে। কৃষকদের জন্য পেনশন, ফসলের জন্য ন্যূনতম সমর্থন মূল্যের গ্যারান্টি দেওয়ার আইন, শস্যবিমা এবং তাঁদের বিরুদ্ধে এফআইআর বাতিলের দাবিতে ১৩ ফেব্রুয়ারি, ‘দিল্লি চলো’র ডাক দিয়েছেন পঞ্জাব, হরিয়ানা সহ একাধিক রাজ্যের কৃষকেরা।

জানা গিয়েছে, কিষান মজদুর মোর্চা-সহ ২০০টিরও বেশি কৃষক সংগঠন এই আন্দোলনে শামিল হবে। এবার এই কৃষক আন্দোলন ‘রুখতে’ কড়া পদক্ষেপ গ্রহণ হরিয়ানা সরকারের। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর একটি বিজ্ঞপ্তি জারি করে মঙ্গলবার রাত পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার কথা জানিয়েছে।

খবর, ১১ ফেব্রুয়ারি সকাল ৬ টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা। তবে, ভয়েস কলের ক্ষেত্রে এখনও পর্যন্ত কোনও নিষেধাজ্ঞা জারি হয়নি। বিশেষ প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকেও আপাতত পঞ্জাবে যেতে বারণ করা হয়েছে। চণ্ডীগড় থেকে দিল্লি যাওয়ার জন্যও বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। কৃষকদের মিছিল রুখতে হরিয়ানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে রাস্তায় ত্রিস্তরীয় ব্যারিকেড বসানোর কাজও শুরু করা হয়েছে। ইতিমধ্যেই অতিরিক্ত ৫০ কোম্পানি পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আন্দোলনকারীরা যাতে অন্যান্য জেলা থেকে হরিয়ানায় ঢুকতে না পারে, কার্যত সেই কারণেই রাজ্যের সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হচ্ছে।

অন্যদিকে, বিক্ষোভকারী কৃষকদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে, প্রশাসনের অনুমতি না মেলা পর্যন্ত মিছিলে অংশ না নিতে। প্রশাসনের অনুমতি ছাড়া মিছিলে অংশ নিলে কড়া পদক্ষেপ করা হবে। সব মিলিয়ে হরিয়ানায় উত্তেজনা ক্রমেই বাড়ছে।