বিগত একমাস ধরে বিশ্বের ফুটবলপ্রেমী মজে ছিল ইউরো ও কোপা আমেরিকা ফুটবলের জাদুতে। আপাতত দুই মহাদেশের দুটি বৃহৎ টুর্নামেন্ট শেষ। আমরা সকলেই জানি, ইউরো চ্যাম্পিয়ন হয়েছে ইতালি এবং কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। খেলাধুলার জগতে এরপর আসছে অলিম্পিক্স। যাকে বলা হয় ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’। আর এক সপ্তাহ পর আগামী ২২ জুলাই শুরু হবে টোকিও অলিম্পিক ফুটবল।
যদিও ইউরো বা কোপার মতো জৌলুসপূর্ণ হয় না অলিম্পিক ফুটবল। কারণ এখানে মূলত অনুর্দ্ধ ২৩ দল পাঠানো হয়। তবুও লড়াই হয় হাড্ডাহাড্ডি, কারণ এখান থেকেই ভবিষ্যতের তারকা ফুটবলার উঠে আসে।
তবে এবারের অলিম্পিক ফুটবলে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও রানার্স ব্রাজিল অংশগ্রহণ করছে। কিন্তু নেই ইউরো চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্টের কোন দলই। কারণ ইতালি ও ইংল্যান্ড দুই দলই ব্যর্থ হয়েছে অলিম্পিক ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করতে। ইউরোপ থেকে এবার অলিম্পিক ফুটবলে খেলছে স্পেন, জার্মানি, রোমানিয়া ও ফ্রান্স। ইতালির দুর্ভাগ্য, স্পেনের সঙ্গে পয়েন্ট সমান থাকলেও হেড টু হেড লড়াইয়ে পিছিয়ে পড়ে।
তাই অলিম্পিক ফুটবলে জায়গা পায়নি ইউরো চ্যাম্পিয়ন ইতালি। অপরদিকে ইংল্যান্ড ও ইতালি না থাকলেও বিশ্বকাপজয়ী ৫ দেশ-ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, স্পেন, ফ্রান্স আছে এবারের অলিম্পিক ফুটবলে। আয়োজক দেশ হিসেবে জাপান আছে। পাশাপাশি এশিয়া থেকে কোয়ালিফাই করেছে অস্ট্রেলিয়া, সৌদি আরব ও দক্ষিণ কোরিয়া।
টোকিও অলিম্পিক ফুটবলের ১৬ দল
‘এ’ গ্রুপ : জাপান, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, ফ্রান্স।
‘বি’ গ্রুপ : নিউজিল্যান্ড, কোরিয়া, হন্ডুরাস, রোমানিয়া।
‘সি’ গ্রুপ : মিশর, স্পেন, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া।
‘ডি’ গ্রুপ : ব্রাজিল, জার্মানি, আইভরিকোস্ট, সৌদি আরব।
You must be logged in to post a comment.