দুয়ারে বিধানসভা নির্বাচন। তার মধ্যেই উড়ে আসছে হুমকি। থেমে নেই রাজনৈতিক হিংসাও। এই পরিস্থিতিতে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে গুলি করা হল। অন্ধকারের সুযোগ নিয়ে এই শুটআউট হয়েছে বলে খবর। মুর্শিদাবাদের কান্দিতে রবিবার রাতে গুলিবিদ্ধ হলেন তৃণমূলকর্মী। আশঙ্কাজনক অবস্থায় তিনি ভর্তি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কিন্তু কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখনও আঁচ করতে পারেনি পুলিশ। এখান থেকেই প্রশ্ন উঠছে, ব্যক্তিগত ক্ষোভ নাকি রাজনৈতিক হিংসা?
স্থানীয় সূত্রে খবর, গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেস কর্মীর নাম বরুণ ঘোষ। তাঁর বাড়ি, কান্দির আন্দুলিয়া অঞ্চলের সন্তোষপুর গ্রামে। রাতে যখন বাড়ি ফিরছিলেন, তখন আন্দুলিয়া পঞ্চায়েত অফিসের সামনে ওই তৃণমূল কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে গুলি করা হয়। তারপর মোটরবাইক চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। গুলি এসে লাগে বুকে। রক্তাক্ত অবস্থায় আক্রান্তকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এই ঘটনার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
পুলিশ সূত্রে খবর, গত কয়েকদিন ধরে টাকা–পয়সা নিয়ে কয়েকজনের সঙ্গে গন্ডগোল চলছিল বরুণের। তার জেরেই এই হামলা হয়ে থাকতে পারে। যদিও এই ঘটনার বিজেপির দিকে অভিযোগ আঙুল তুলেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতারা। তদন্ত শুরু হয়েছে। একাধিক মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রাজনৈতিক হিংসাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই জেলার সাংসদ কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। স্বভাবতই নানা প্রশ্ন উঠছেই। তবে কংগ্রেসের কেউ জড়িত কিনা তা এখনও জানা যায়নি।