গৃহীত হল তাপস রায়ের ইস্তফাপত্র। বৃহস্পতিবার দুপুরে ফের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র জমা দেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। এরপর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তা গ্রহণ করেন।
এদিন বিধানসভা থেকে বেরিয়ে নতুন রাজনৈতিক অধ্যায়ের জন্য শুভেচ্ছো প্রার্থনা করেন বিজেপি নেতা। যদিও বিধানসভার স্পিকারের কাছে গত সোমবারই ইস্তফাপত্র পাঠিয়েছিলেন তাপস রায়। নিয়ম অনুয়ায়ী সেই ইস্তফাপত্র খতিয়ে দেখার পর শুনানি হয়। বুধবার সেই শুনানিতে জানানো হয়, পদ্ধতিগত ত্রুটি রয়েছে ইস্তফাপত্রে। এরপরই তাপসকে জানানো হয়, বৃহস্পতিবার নতুন করে ইস্তফাপত্র দিতে। সেই ইস্তফাপত্রই এদিন গৃহীত হয়।