জেলা

বিজেপির বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে জয়ী তৃণমূল কংগ্রেস

বিজেপির বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে জয়ী তৃনমুল । মঙ্গলবার পুরুলিয়া জেলার বলরামপুরের বড় উরমা গ্রামপঞ্চায়েত নিজেদের দখলে নিল তৃনমুল কংগ্রেস। জানাগেছে, বিগত পঞ্চায়েত নির্বাচনে বড় উরমা গ্রাম পঞ্চায়েত দখল করে বিজেপি। এখানে মোট ১৩ টি আসনের মধ্যে বিজেপির ৭ জন সদস্য জয়ী হন এবং তৃনমুল কংগ্রেসের ৬ জন সদস্য জয়লাভ করে। বিজেপি এখানে একটি অতিরিক্ত আসনে জয় লাভ করে বোর্ড গঠন করে।

কিছুদিন আগে এই পঞ্চায়েত এর বিজেপি থেকে জয়ী এবং উপ প্রধান সুরধনী মাঝি হেমব্রম বিজেপি ছেড়ে তৃনমুলে যোগ দেন।ফলে তৃনমুল এখানে সংখ্যা গরিষ্ঠ হয়।আজ তৃনমুলের সদস্যদের আনা অনাস্থা প্রস্তাবের জেরে ভোটাভুটি হওয়ার কথা থাকলেও বিজেপির কোনো সদস্য এদিন পঞ্চায়েতে উপস্থিত হননি। তৃনমুলের সাতজন সদস্য উপস্থিত হওয়ায় নিয়ম অনুযায়ী কোরাম হয়ে যায় এবং রেজুলেশন করে তৃনমুল সংখ্যা গরিষ্ঠ হয়ে যায়।
পরে দলীয় সদস্যদের নিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই মন্ডল জানান নিয়ম অনুযায়ী তৃনমুলের সংখ্যা গরিষ্ঠ হওয়ায় বড় উরমা পনচায়েত দখল নিলাম আমরা। এদিন তৃণমূলের বহু কর্মী সমর্থকের ভীড় জমলেও বিজেপির কাউকে দেখা যায়নি।

বিশেষ সংবাদদাতাঃ সোমনাথ রায়, পুরুলিয়া