ফের অসুস্থ হয়ে হাসপাতালে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। জানা গিয়েছে, বুধবার রাতে বুকে ব্যথা অনুভব করেন অনুব্রত মণ্ডল। এরপরই চিকিৎসকদের পরামর্শ নিয়ে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অনুব্রত শারীরিক পরিস্থিতির পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন চিকিৎসকরা। কোনো ব্লকেজ রয়েছে কিনা তা শীঘ্রই পরীক্ষা করে দেখা হবে। পাশাপাশি তাঁর শরীরে অন্য কোনো সমস্যা রয়েছে কিনা তাও দেখছেন চিকিৎসকরা।
উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসা মামলা ও গোরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বারবার তলব করা সত্বেও সিবিআই এর দপ্তরে হাজিরা দেননি অনুব্রত। সম্প্রতি সিবিআই গ্রেফতারি এড়াতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এরপর গত ৬ই এপ্রিল সিবিআইয়ের কাছে অনুব্রত মণ্ডলের গরুপাচার মামলায় হাজিরা দেওয়ার কথা ছিল। সেদিন শারীরিক অসুস্থতা নিয়ে এসএসকেএমে ভর্তি হন তিনি। ছাড়া পাওয়ার পরের দিনই সিবিআই তাঁকে ফের ষষ্ঠবার নোটিশ পাঠায় গরুপাচার মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য। সেদিনও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে যাননি তিনি। পরিবর্তে,তাঁর আইনজীবী গিয়ে লিখিত ভাবে সিবিআই কে জানিয়ে আসেন তাঁর শারীরিক অসুস্থতার কথা। বীরভূমের জেলা তৃণমূলের সভাপতির বিদেশ যাওয়া আটকাতে কিছুদিন আগে তাঁর পাসপোর্ট চেয়ে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা। যদিও অনুব্রত মণ্ডল এব্যাপারে স্পষ্ট জানিয়েছেন তাঁর কোনো পাসপোর্ট নেই। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু চলছে রাজনৈতিক তরজা।