ব্রেকিং নিউজ রাজ্য

নিয়োগ দুর্নীতিতে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নস্যাৎ তাপস ঘনিষ্ঠ ইতি সরকারের

নিয়োগ দুর্নীতিতে তিনি যুক্ত, একথা উড়িয়ে দিলেন নদিয়ার তেহট্টের ব্লক সভাপতি ইতি সরকার। শনিবার তাঁর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই।

এদিন ইতি জানান, স্থানীয় বিধায়ক হিসাবে তিনি তাপস সাহাকে চেনেন। এর থেকে বেশি কিছু জানেন না। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা নিয়োগ দুর্নীতি নিয়েও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ইতি। এদিন সকাল পৌনে এগোরাটা থেকে বেলা বারোটার কিছু পর পর্যন্ত ইতি সরকারের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই।

শনিবার সকালে বিধায়ক তাপস সাহার বাড়ি থেকে বেরিয়ে সিবিআই আধিকারিকরা যান এলাকায় তাপস ঘনিষ্ঠ বলে পরিচিত তেহট্টের ব্লক সভাপতি ইতি সরকারের বাড়িতে।

এছাড়াও ইতি বলেন, তিনি ঋণে জর্জরিত। বিভিন্ন জায়গা থেকে লোন করে তিনি সংসার চালান। তাঁর সঙ্গে চাকরি প্রার্থীদের কোনও সম্পর্ক নেই। তাঁর কাছে কোনও চাকরি প্রার্থী আসেননি বলেও দাবি করেন এই তৃণমূল নেত্রী।

স্থানীয় একটি স্কুলে পোশাক সরবরাহ করেন তিনি। পঞ্চায়েত অঞ্চলে সমবায় মাধ্যমে তিনি এই বরাত পেয়েছেন। তৃণমূল করেন বলেই স্থানীয় বিধায়কের সঙ্গে তাঁর পরিচয় আছে। এর থেকে বেশি কিছু নয়।

উল্লেখ্য,নিয়োগ দুর্নীতির অভিযোগে শুক্রবার তাপস সাহার বাড়িতে হানা দিল সিবিআই।

চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে এই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। গত বছর, তাপস সাহার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ সামনে আসে। অভিযোগ বিভিন্ন সরকারি দফতরে চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১৬ কোটি টাকা নিয়েছেন তাপস সাহা।