ব্রেকিং নিউজ রাজ্য

এবার রাষ্ট্রপতিকে চিঠি জুনিয়র ডাক্তারদের

পাঁচ দফা দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে কর্মবিরতিতে অনড় জুনিয়র চিকিৎসকেরা। আন্দোলনকারীদের সাফ জানিয়ে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ না করা হবে, অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ চলতে থাকবে।

শুক্রবার সকালেও স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বসে থাকতে দেখা যায় জুনিয়র ডাক্তারদের। বৃহস্পতিবার বিকেলে চিকিৎসকদের দাবি মেনে ৩০ জনের প্রতিনিধি নিয়ে বৈঠকে রাজি হয় নবান্ন। তবে, তারপরেও লাইভ স্ট্রিমিং-য়ের দাবিতে অনড় ছিল আন্দোলনকারী চিকিৎসকরা। কিন্তু, লাইভ স্ট্রিমিংয়ে রাজি ছিল না নবান্ন। যার কারণে ঝুলে রইল সমাধার সূত্র।

শেষমেশ ভেস্তে যায় বৈঠক। নবান্নের বৈঠক ভেস্তে যাওয়ার জন্য প্রশাসনিক ব্যর্থতাকেই দায়ী করেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। তারপরেই অবস্থান চালিয়ে যাওয়ার কথা জানান তাঁরা। এবার এই অচলাবস্থা কাটাতে ই-মেল মারফত রাষ্ট্রপতিকে চিঠি দিলেন জুনিয়র চিকিৎসকরা। সূত্রের খবর, ওই একই মেল পাঠানো হয়েছে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মন্ত্রী এবং কেন্দ্রের স্বাস্থ্য এবং পরিবারকল্যাণ মন্ত্রী জেপি নাড্ডাকে। যদিও রাষ্ট্রপতি ভবনের তরফে এখনও পর্যন্ত কোনও সাড়া মেলেনি।