ব্রেকিং নিউজ স্বাস্থ্য

আপনি কি আপনার গর্ভস্থ শিশুর সামনে ধূমপান করছেন? জেনে নিন অজান্তেই কতটা ক্ষতি করছেন শিশুর

আপনি কি আপনার গর্ভস্থ শিশুর সামনে ধূমপান করেন? তবে প্রথমেই জানা দরকার গর্ভাবস্থায় ধূমপান করা উচিত কিনা, গবেষণা বলছে ধূমপান একজন হবু মায়ের যতটা ক্ষতি করে তার চাইতে বেশি ক্ষতি করে তার অনাগত সন্তানের, যেমন-

১. ধূমপান আপনার গর্ভস্থ শিশুর মধ্যে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে, ক্রানিওফেসিয়াল অর্থাৎ মুখ এবং ঠোঁটের অস্বাভাবিকতা তৈরি করতে পারে।

২. তামাক জাতীয় দ্রব্যের নিকোটিন গর্ভস্থ সন্তানের মস্তিষ্ক ও ফুসফুসের ক্ষতি করতে পারে। একজন মায়ের ধূমপান তার অকাল প্রসবের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়।

৩. ধূমপানের জন্য প্লাসেনটা প্রিমিয়া নামক জটিল সমস্যা র সম্মুখীন হতে পারে একজন হবু মা, এই সমস্যা তে প্লাসেনটা জরায়ুর নীচের অংশে বিকশিত হয় যার ফলে শিশুর জন্মের আগেই আলাদা হতে পারে, এবং অতিরিক্ত রক্তক্ষরণ ও গর্ভাবস্থা হ্রাস হতে পারে তাই গর্ভাবস্থায় ধূমপান কোনো ভাবেই করা উচিত নয়।

৪. ধূমপান মায়ের শরীরে হৃদস্পন্দন ও রক্তচাপের মাত্রা বাড়িয়ে দেয় ফলস্বরুপ ধূমপান রক্ত সঞ্চালনে কার্বন মনোক্সাইড বাড়িয়ে, অক্সিজেনের মাত্রা কমিয়ে দেয়, আর এর ফলে গর্ভস্থ শিশু কম অক্সিজেন পেয়ে প্রভৃত ক্ষতি র সম্মুখীন হয়।

৫. গর্ভাবস্থায় ধূমপান করলে নিকোটিন ফ্যালোপিয়ান টিউবে সঙ্কোচন ঘটিয়ে নিষিক্ত ডিম্বাণু কে জরায়ু তে পৌছতে বাধা দেয়, যায় ফলে একটোপিক গর্ভাবস্থা হতে পারে।