রাজ্য লিড নিউজ

‘উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বলে কিছু নেই, পুরোটাই পশ্চিমবঙ্গ’: অভিষেক

মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ধুপগুড়ির সভা থেকে সাফ জানিয়ে দেন তৃণমূল কর্মীদের অক্ষমতার জন্যই বিজেপি উত্তরবঙ্গে জমি শক্ত করতে পেরেছে। তৃণমূল নেতারা মানুষকে বোঝাতে অক্ষম হয়েছেন সেই কারণেই তৃণমূলের ফল খারাপ হয়েছে।

ধুপগুড়ির সভা থেকে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে স্থানীয় নেতা-নেত্রীদের ওপর অভিযোগের আঙুল তোলেন। তিনি বলেন, স্থানীয় নেতৃত্ব মানুষের কাছে পৌঁছতে পারেনি। সেই কারণেই তৃণমূলের ফল খারাপ হয়েছে। তিনি আরো বলেন মানুষ দরজা খুলে রেখেছে তৃণমূলের জন্য।

বিজেপি নেতারা বারবার উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি করেছেন। মঙ্গলবার ধুপগুড়ির সভা থেকে সেই ইস্যুতেই বিজেপিকে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে বাংলা ভাগ হবে না। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বলে কিছু নেই। পুরোটাই পশ্চিমবঙ্গ।” যারা রাজ্যকে ভাগ করার চেষ্টা করছে, তাদের এই পরিকল্পনা কোনদিন বাস্তব হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

উত্তরবঙ্গে পাহাড়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সমতলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জোড়া সভা উত্তরবঙ্গ মানুষের কাছে আগামী দিনে কি বার্তা নিয়ে আসে তার উত্তর দেবে সময়। তবে ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর পাহাড় সফর এবং ঢালাও উন্নয়নের প্রতিশ্রুতি আগামী দিনে তৃণমূলকে কতটা শক্তিশালী করে এখন সেটাই দেখার।