দেশ ব্রেকিং নিউজ

গরীবের পাশে দাঁড়ালেন ভগবানের দূত সোনু সুদ

এবার মুম্বাই শহরের নতুন প্রতিভাদের তুলে ধরতে বিনামূল্যে সমস্ত রকমের প্রশিক্ষণ দেবেন বলে ঘোষণা করেছেন মসীহা সোনু সুদ। তাই যে সমস্ত নতুন প্রতিভা ছোট শহর কিংবা মফস্বল থেকে এসে মুম্বাই এর মত শহরে জায়গা করে নিতে পারে না তাদেরকে বিনামূল্যে প্রশিক্ষণ থেকে শুরু করে সমস্ত রকম ওয়ার্কশপে যাওয়ার ব্যবস্থা করে দেবে সোনু সুদের চ্যারিটি ফাউন্ডেশন।

করোনায় যখন গোটা বিশ্ব মহামারীর আকার ধারণ করেছে, সমস্ত মানুষ গৃহবন্দী, চারিদিকে অত্যন্ত করুণ অবস্থা, ঠিক তখন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সোনু সুদ। পর্দার খলনায়ক রাতারাতি হয়ে ওঠেন বাস্তবের সুপারহিরো। দেশবাসীর কাছে তিনি ‘গরিবের মসীহা’ হয়ে ওঠেন।

করোনা কালীন অবস্থায় মানুষ যেভাবে শারীরিক ও মানষিকভাবে অসহায় হয়ে পড়েছিল ঠিক সেই সময় তিনি কখনও ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের মুখে অন্ন তুলে দিয়ে তাদের বাড়ি পৌঁছে দিয়েছেন; আবার কখনও দেশের বাইরে আটকে পড়া পড়ুয়াদের ফিরিয়ে এনেছেন দেশে। ঘরে পৌঁছে দেওয়া অথবা খাবার জোগাড় করাই নয়, পাশে দাঁড়িয়েছেন দিনআনা দিনখাওয়া মানুষের যে কোনো প্রয়োজনে।অসংখ্য বেকার মানুষের কাজও খুঁজে দিয়েছেন তিনি। মানুষের যে কোনো সমস্যায় ঝাঁপিয়ে পড়েছেন তিনি।

করোনাকালে তিনি যেভাবে গোটা দেশবাসীর পাশে দাঁড়িয়েছিলেন তা মানুষ আজীবন মনে রাখবেন। তবে একটা সময় ছিল যখন অভিনেতাকেও যেতে হয়েছে বিরাট সংগ্রামের মধ্যে দিয়ে। সবমিলিয়ে সোনুর এই মহান উদ্যোগ পাল্টে দেবে অনেক প্রতিভাবানদের জীবন বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল।