বিনোদন ব্রেকিং নিউজ

OTT প্ল্যাটফর্মে ‘ওয়ান পিস’ ঘিরে তুমুল শোরগোল!

সামুদ্রিক অ্যাডভেঞ্চার দেখতে কে না পছন্দ করে। একই কাহিনীর মধ্যে জলদস্যু আর গুপ্তধন এলে তো কথাই নেই। এই অমোঘ আকর্ষণ, গল্পের চমৎকার বাঁধুনি, দুর্দান্ত অভিনয় আর অসামান্য ক্যামেরার কাজ সাগ্রহে গিলছে দর্শক। নেটফ্লিক্সের দর্শকদের কাছে জনপ্রিয়তার নিরিখে “ওয়ান পিস” ইতিমধ্যেই তুমুল শোরগোল ফেলে দিয়েছে।

স্টিভেন মায়েদা এবং ম্যাট ওয়েনস দ্বারা তৈরি একটি ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার, লাইভ-অ্যাকশন সিরিজটি আকর্ষণীয় সামুদ্রিক প্লট নির্ভর। ঘটনার কেন্দ্রবিন্দুতে স্ট্র হ্যাট জলদস্যুদের দুঃসাহসিক কার্যকলাপ তুলে ধরছে যারা একটি মিথ্যা গুপ্তধনের সন্ধান করছে যার ফলে তাদের ক্যাপ্টেন, মাঙ্কি ডি. লুফি, জলদস্যুদের রাজা হয়ে উঠবে।এই সিরিজটি, যেটিতে মাঙ্গা স্রষ্টা ইইচিরো ওডা একজন পরামর্শদাতা হিসেবে রয়েছে, ৩১ আগস্ট আত্মপ্রকাশ করেই ব্যাপক হইচই ফেলে দিয়েছে।ইতিমধ্যেই ওয়ান পিস এক সপ্তাহে সব রেকর্ড ভেঙেছে। হিন্দি, ইংরেজি সহ একাধিক ভাষায় গতিনির্ভর এই সিরিজ দেখা যাচ্ছে নেটফ্লিক্সে।