যৌনকর্মীদের মাতৃত্বকালীন ছুটি ও পেনশনের সুবিধা দিতে নতুন আইন প্রণয়ন করা হল বেলজিয়ামে। নতুন আইনে যৌনকর্মীদের কর্মসংস্থান চুক্তি, স্বাস্থ্য বিমা ও অসুস্থতাজনিত ছুটির কথা বলা হয়েছে। আর এরই মধ্য দিয়ে বিশ্বে এই প্রথম এই ধরনের কোনো আইন চালু করা হল।
উল্লেখ্য, ২০২২ সালে বেলজিয়ামে যৌনকর্মকে বৈধ ঘোষণা করা হয়। নতুন এই আইনে, যৌনকর্মীরাও আনুষ্ঠানিক নিয়োগ চুক্তি, স্বাস্থ্যবিমা, অবসরভাতা, মাতৃত্বকালীন ছুটি এবং অসুস্থতার জন্য ছুটির আবেদন করতে পারবেন। সর্বোপরি, এ কাজকে অন্য যেকোনো চাকরির মতো গণ্য করা হবে। নতুন এই আইন প্রণয়নকে স্বাগত জানিয়েছেন যৌনকর্মীরা।
শুধু বেলজিয়াম নয়, জার্মানি, গ্রিস, নেদারল্যান্ডস ও তুরস্কের মতো কয়েকটি দেশেও যৌনকর্মকে বৈধ পেশা হিসেবে গণ্য করা হয়। তবে কর্মসংস্থানের অধিকার ও চুক্তির অধিকার বেলজিয়ামই প্রথম দিল। করোনা মহামারিকালে যৌনকর্মীদের জন্য রাষ্ট্রীয় সহায়তা না দেওয়ায় ২০২২ সালে ব্যাপক বিক্ষোভ হয়। তার পরিপ্রেক্ষিতেই এই আইনের খসড়া প্রণয়ন করল বেলজিয়াম সরকার।
You must be logged in to post a comment.