বৃহস্পতিবার আদানি কাণ্ড নিয়ে অনুসন্ধান কমিটির সদস্যদের নাম ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। এই অনুসন্ধান কমিটির সদস্য হিসাবে শীর্ষ আদালত কাদের বেছে নেয় এবং কোন কোন বিষয় তাদের পর্যালোচনা করতে বলবে, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। সুপ্রিম কোর্ট আজ কমিটি গড়ে দিলে আদানি ইস্যু আপাতত পিছনের সারিতে চলে যেতে পারে বলে বিরোধীদের একাংশের আশঙ্কা।
উল্লেখ্য, আদানিদের বিরুদ্ধে শেয়ার মূল্য নির্ধারণে জালিয়াতির অভিযোগ করে মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট। সেই রিপোর্ট প্রকাশের পর থেকেই এই শিল্প সংস্থার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠতা নিয়ে সরব হয় বিরোধীরা। সেই রিপোর্টের ধাক্কায় আদানিদের সংস্থায় এলআইসি এবং স্টেট ব্যাঙ্কের বিনিয়োগের নিশ্চয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে দায়ের হওয়া একাধিক মামলায় সুপ্রিম কোর্ট নিজেই অনুসন্ধান কমিটি গড়ার পরামর্শ দিয়েছিল। তবে সরকার সেই প্রস্তাবে সায় দিলেও কমিটির সদস্য এবং বিচার্য নির্ধারণের ভার নিজেদের হাতে রাখতে চায়। সিল করা খামে কমিটির সদস্যদের নাম আদালতের কাছে পেশ করা হয়। প্রধান বিচারপতি তা প্রত্যাখ্যান করে জানিয়ে দেন, শীর্ষ আদালত স্বচ্ছতা বজায় রাখতে চায়। সরকারের তৈরি কমিটিতে শীর্ষ আদালত সায় দিয়েছে, এমন ধারনা যাতে তৈরি না হয় সুপ্রিম কোর্ট তা নিশ্চিত করবে।