বাংলার ফিল্ম জগতে বড় ধাক্কা। প্রয়াত হলেন প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র নির্মাতা ও থিয়েটার ব্যক্তিত্ব গৌতম হালদার। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে জানা গিয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭। শুক্রবার সকালে তাঁকে বুকে ব্যথার কারণে ভর্তি করা হয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই তিনি মারা যান।
গৌতম হালদার কেবল নাট্যব্যক্তিত্ব ও খ্যাতনামা অভিনেতা ছিলেন না, তিনি বিদ্যা বালানের ‘ভালো থেকো’-র পরিচালক। বিখ্যাত বলি তারকা বিদ্যা বালনের চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটে গৌতম হালদার পরিচালিত ‘ভালো থেকো’ ছবি দিয়ে। সেরা অডিয়োগ্রাফি, সেরা সিনেমাটাগ্রাফির জাতীয় পুরস্কার-সহ বিশেষ জুরি পুরস্কারও জিতে নেয় ‘ভালো থেকো’। এছাড়াও তিনি ২০১৯ সালে রাখি গুলজারকে প্রধান চরিত্রে রেখে ‘নির্ভানা’ পরিচালনা করেন।
সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত করবী সহ প্রায় ৮০টি মঞ্চ নাটক পরিচালনা করেছেন গৌতম হালদার। তাঁর প্রয়াণে বাংলা বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।