শুনতে অবাক লাগলেও এটা সত্যি, ব্রিটেনের এক সুপারমার্কেটের ট্রাক ড্রাইভাররা যা বেতন পান তা আমাদের দেশের অনেক ইঞ্জিনিয়ারের বেতনের থেকেও কয়েক গুণ বেশি। ব্রিটেনের কয়েকটি বড় সুপারমার্কেটের ট্রাক ড্রাইভারদের বার্ষিক বেতন ৭০ হাজার পাউন্ড, যা ভারতীয় মুদ্রায় ৭০ লক্ষ ৮৮ হাজার ৫১৫ টাকা। শুধু তাই নয়, তাঁদের বছরে ২,০০০ পাউন্ড অর্থাৎ প্রায় ২.০২,,৬১২ টাকা বোনাসও দেওয়া হয়। এই পরিমাণ বেতন ও বোনাস ভারতের অনেক সংস্থাই তাঁদের উচ্চপদস্থ কর্মকর্তা বা ইঞ্জিনিয়ারদের দেয় না।
ব্রিটেনের টেসকো এবং সাইনসবারি’র মতো কোম্পানি তাঁদের সুপারমার্কেটের পণ্য পরিবহণের জন্য ট্রাক চালকদের ভালো বেতন দিয়ে থাকেন। কারণ গ্রেট ব্রিটেনে খুব কমই দক্ষ ট্রাক ড্রাইভার রয়েছে। ফলে অভিজ্ঞ ট্রাক চালকদের কদর রয়েছে বড় বড় সুপারমার্কেটগুলিতে। দায়িত্বশীল ওই চালকদের তাই লক্ষ লক্ষ টাকা বেতন দিতে চাইছে কোম্পানিগুলি।
ব্যারি নামে একজন ব্রিটিশ ট্রাক ড্রাইভার, যিনি ১৭ বছর ধরে ট্রাক চালাচ্ছেন। তাঁর দাবি, সম্প্রতি তাঁকে সুপারমার্কেটের এজেন্টরা বছরে ২০০০ পাউন্ড বোনাসের প্রলোভন দেখিয়ে দুই বছরের চুক্তিতে সই করতে বলছেন। সেই সঙ্গে মাসিক বেতনও আকাশছোঁয়া। ওই ট্রাক চালক আরও জানিয়েছেন, জানিয়েছেন, তাঁকে সপ্তাহে পাঁচ রাতের ডিউটি দেওয়া হচ্ছে। যার মধ্যে শনিবারের জন্য দেড় বার এবং রবিবারের জন্য একবার ডিউটি করতে হবে। তিনি আরও বলেছেন, আমি বলতে চাইছি এমনকি আমার বসও এত উপার্জন করেন না। তাঁরা সত্যিই সাপ্তাহিক ছুটির দিনে সুপারমার্কেটে ডেলিভারি ড্রাইভার খুঁজছে, এবং টাকা তাঁদের কাছে কোন ব্যাপার না।