লোকসভা ভোটের টিকিট না পেয়ে আগেই তৃণমূলের প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন।
তাঁর অভিযোগ, বারবার আশ্বাস দিলেও দল তাঁকে গুরুত্ব দেয়নি। এরপরই বুধবার বাবুন জানালেন, হাওড়া থেকে নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়বেন তিনি। আর এমন বার্তা প্রকাশ্যে আসার পরই ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ত্যাগ করার কথা জানিয়ে দিলেন তৃণমূলনেত্রী তথা তাঁর দিদি মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার শিলিগুড়ির উত্তরকন্যায় সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাবুনের সঙ্গে আজ থেকে আমি সব সম্পর্ক শেষ করলাম। হাওড়া সদর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হতে না পেরে বাবুন যা করছেন বা বলছেন, তাতে মা-মাটি-মানুষের পরিবার ক্ষুব্ধ। ও প্রত্যেকটা ইলেকশনে অশান্তি করেছে। লোভীদের পছন্দ করি না। আজ থেকে আমার ভাই হিসেবে ওর পরিচয় দেবেন না। কোনও সম্পর্ক নেই। আমি পরিবারতন্ত্র করি না, মানুষতন্ত্র করি।আমাদের দল যাকে প্রার্থী করেছে, তিনিই আমাদের প্রার্থী। প্রসূন বন্দ্যোপাধ্যায় অর্জুন পুরস্কার প্রাপ্ত।’