দেশ ব্রেকিং নিউজ

ফের বায়ু দূষণে নাজেহাল রাজধানীর মানুষজন

ফের বাতাসের গুণগত মান কমতে শুরু করেছে রাজধানীতে।
দূষণের জেরে নাজেহাল অবস্থা সাধারণের। ফলে শ্বাসকষ্ট-সহ নানা সমস্যায় রাজধানীর মানুষজন। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (সিপিসিবি)-এর দেওয়া তথ্য অনুযায়ী সামগ্রিক ভাবে দিল্লির বাতাসের গুণগত মান (এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই) ৪০০-র কাছাকাছি রয়েছে। দীপাবলির পর থেকেই দূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে দিল্লির অধিকাংশ এলাকায়।

বুধবার সকাল ৬টা পর্যন্ত দিল্লির আর কে পুরম এলাকায় বাতাসের গুণগত মান ছিল ৪১৭, আনন্দ বিহার এবং নারেলা এলাকায় একিউআই-এর মাত্রা ৪৩০ ছিল, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বাতাসের গুণগত মান ছিল ৪০৩, পঞ্জাবি বাগ এলাকায় বাতাসের গুণগত মান ৪২৩।

শুধুমাত্র দিল্লি নয়, দেশের বিভিন্ন রাজ্য দীপাবলির পর থেকেই দূষণের কবলে। এই তালিকায় রয়েছে উত্তর প্রদেশ, পঞ্জাবও। মাত্রাতিরিক্ত দূষণের কারণে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। শ্বাসকষ্ট-সহ নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে সেখানকার মানুষদের।