ভারতের মাটিতেই শেষ হতে চলেছে তাঁর বিশ্বকাপের কেরিয়ার। কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নামার আগে এমনটাই জানালেন অজি পেসার মিচেল স্ট্রার্ক। তিনি জানিয়েছেন, এই বিশ্বকাপে ঠিক সময়ে ম্যাচে ফিরেছে অস্ট্রেলিয়া। এখান থেকে তাঁদের টার্গেট আমেদাবাদে ফাইনাল খেলা।
কলকাতায় স্ট্রার্কের দাবি, পরের চার বছর অনেক সময়। ওতদিন তিনি খেলতে পারবেন কিনা, তা এই সময়ে দাঁড়িয়ে তাঁর পক্ষে বলা খুবই মুশকিল। তবে এটা নিশ্চিত ভারতের মাটিতেই তিনি শেষ বিশ্বকাপ খেলবেন। খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা তাঁর রয়েছে। কিন্তু বিশ্বকাপে ফেরা তাঁর পক্ষে হয়তো সম্ভব হবে না।
কলকাতায় ম্যাচ খেলতে নামার আগে স্ট্রার্কের দাবি, ২০১৫ সাল পর্যন্ত তাঁদের মনে হত অস্ট্রেলিয়াকে হারাতে পারে একমাত্র অস্ট্রেলিয়া। কিন্তু পরিস্থিতি এখন বদলেছে। সব দলের পরিবর্তন এসেছে।
নতুন ভাবনা এসেছে। তেমনই অস্ট্রেলিয়া দলেও বদল হয়েছে। মূল্যায়ণ হয়েছে। স্ট্রার্ক মনে করেন, শক্তির অবক্ষয় হয়তো খানিকটা হয়েছে। কিন্তু অজিরা এখনও সেই দাপটেই ক্রিকেট খেলেন, যা তাঁরা আগে খেলতেন।