নির্বাচনী আদর্শ আচরণ বিধি চালু হওয়ার পরই রাজ্যে বড় পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের। লোকসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। সেই পদে এলেন বিবেক সহায়।
গত ডিসেম্বরেই রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজি পদে নিযুক্ত করা হয়। আর ৩ মাসের মধ্যেই ডিজিপি পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দিল কমিশন। এদিন শুধু রাজ্য পুলিশের ডিজিকেই নয়, সরানো হয়েছে রাজ্য পুলিশের আইজিকেও। একইসঙ্গে একাধিক রাজ্যে প্রশাসনিক পদে পরিবর্তন করা হয়েছে। গুজরাত, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের স্বরাষ্ট্রসচিবকেও অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনের সঙ্গে যুক্ত এমন কোনও কাজে তাঁদের রাখা হবে না বলেই জানা গিয়েছে।
সোমবার বিকেল ৫টার মধ্যে রাজ্য পুলিশের ডিজি এবং আইজি পদে নিয়োগ করার জন্য তিনজন অফিসারের প্যানেল চেয়ে পাঠায় জাতীয় নির্বাচন কমিশন। সেই তালিকায় নাম ছিল রাজেশ কুমার, বিবেক সহায় এবং সঞ্জয় মুখোপাধ্যায়ের। তাঁদের মধ্যে থেকে নির্বাচন কমিশন বেছে নিয়েছে বিবেক সহায়কে।