বাস উল্টে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে। মেচেদা-হলদিয়া যাওয়ার সময় খেলনা গাড়ির মতো উলটে গেল বাস। জখম কমপক্ষে ১৪ জন। আহতরা প্রত্যেকেই ভর্তি তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
জানা গিয়েছে, সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ মেচেদা থেকে হলদিয়ার দিকে যাত্রীবাহী বাসটি যাচ্ছিল। সেসময় রাধামণি বাসস্ট্যান্ডের কাছেই গৌরাঙ্গপুর এলাকায় বাসটি উল্টে যায়। বাসের ভিতরে থাকা যাত্রীরা এদিক ওদিক ছিটকে পড়েন। মর্মান্তিক এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত গুরুতর আহত হয়েছেন ১৪ জন। তাঁদের মধ্যে দুজন মহিলা এবং চার শিশুও রয়েছে। আহতদের উদ্ধার করে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাঁদের।
ঘটনার পর থেকেই বেপাত্তা বাসচালক। দুর্ঘটনাগ্রস্ত বাসের যাত্রীদের বিকল্প বাসের ব্যবস্থা করে গন্তব্যে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করে পুলিশ। দ্রুতগতির কারণে এই দুর্ঘটনা বলে দাবি করেছেন দুর্ঘটনাগ্রস্ত বাসের এক যাত্রী।