উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু! ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পরিবার সূত্রে খবর, দু’দিন নিখোঁজ ছিলেন তৃণমূল কাউন্সিলর সত্যজিৎ। শুক্রবার রাতে বাড়ি ফেরেন। শনিবার সকালে বাড়ির চিলেকোঠা থেকে উদ্ধার হয় দেহ। খুন না আত্মহত্যা তদন্তে নেমেছে পুলিশ।
জানা গিয়েছে, গত বৃহস্পতিবার থেকে ‘নিখোঁজ’ ছিলেন। শুক্রবার রাতে বাড়ি ফিরে পরিবারের কারও সঙ্গে বিশেষ কথাবার্তা বলেননি, অজ্ঞাত কোনও কারণেই সবাইকে এড়িয়ে চলছিলেন। শুক্রবার ফের বাড়ি থেকে বেরিয়ে যান। কোথাও যাচ্ছেন কাউকে বলে যাননি। মোবাইলটিও বাড়িতে রেখে গিয়েছিলেন। গভীর রাতে বাড়ি ফেরেন। শনিবার সকালে গলায় দড়ি দেওয়া অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয় বাড়ির চিলেকোঠা থেকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নোয়াপাড়া থানার পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। রিপোর্ট হাতে এলেই মৃত্যুর স্পষ্ট কারণ জানা যাবে।