শীতের আমেজ কলকাতা-সহ সমগ্র বঙ্গে! শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কমেছে অনেকটাই। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। তাপমাত্রার পতনের সঙ্গে সঙ্গেই শীতের আমেজ অনুভূত হচ্ছে কলকাতা-সহ গোটা রাজ্যেই। এরই মাঝে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তাহলে কি শীতের পথে ফের কাঁটা হবে বর্ষণ? কি জানাচ্ছে হাওয়া অফিস।
হাওয়া অফিস সূত্রের খবর, দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী ৪-৫ দিনের মধ্যে রাতের দিকের তাপমাত্রা ৩- ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। দু-তিন দিনের মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা কমবে। চলতি সপ্তাহের শেষের দিকেই জোড়ালো শীত অনুভব হবে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কিছুদিন সকালের দিকে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার আকাশে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। জেলার দু’-এক জায়গাতেই তা থাকবে। উত্তরবঙ্গেও উত্তর দিনাজপুর এবং মালদায় ঘন কুয়াশায় ঢাকা থাকবে। উত্তরের দার্জিলিং এবং কালিম্পঙের কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। বাকি কোথাও আপাতত বৃষ্টি হবে না। উত্তরবঙ্গে তাপমাত্রার আরও পতন ঘটবে এই সপ্তাহেই। ফলে আগামী সপ্তাহ থেকে বেশ ভারী শীতের দেখা মিলবে বলেই আশাবাদী আবহবিদরা।