রাজধানী দিল্লিতে মাঝরাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতলা বাড়ি। দিল্লির কবীর নগরের ওয়েলকাম এলাকায় রাত আড়াইটে নাগাদ এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, মাঝরাতে হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি পুরনো বাড়ির একাংশ। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন বেশ কয়েকজন। ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গুরুতর আহত আরও কয়েকজন। কংক্রিটের চাঙড়ের নীচে আটকে রয়েছেন আরও অনেকে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
এখনও পর্যন্ত দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতদের নাম আরশাদ (৩০) ও তৌহিদ (২০)। পেশায় শ্রমিক। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে তাঁদের জিটিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
পুলিশ জানিয়েছে, দোতলা বাড়িটির নীচের তলে জিন্স তৈরির কারখানা ছিল। শ্রমিকরা ওই কারখানাতেই কাজ করতেন। উপরের তলা ফাঁকাই থাকত। রাতে কাজ সেরে শ্রমিকরা যখন গভীর ঘুমে, তখন আচমকাই বাড়ির একাংশ ধসে পড়ে। কংক্রিটের চাঙড়ের নীচে চাপা পড়ে যান সকলেই। দুর্ঘটনার পরেই বাড়ির মালিক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পাশাপাশি কীভাবে ওই বাড়ি ভেঙে পড়ল, তা খতিয়ে দেখছে পুলিশ।