আন্তর্জাতিক খেলাধুলা ব্রেকিং নিউজ

প্রয়াত পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সইদ আহমেদ

চলে গেলেন পাকিস্তান দলের প্রাক্তন অধিনায়ক সইদ আহমেদ। ১৯৫৮ সাল থেকে ১৯৭৩ সাল পর্যন্ত তিনি পাকিস্তান দলের হয়ে খেলেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

সইদ আহমেদ ৪০ টি টেস্ট খেলে চল্লিশের বেশি গড় সহ ২৯৯১ রান করেছেন টেস্টে। পাঁচটি শতরান রয়েছে তাঁর যার মধ্যে ভারতের বিরুদ্ধেই তিনটি শতরান। ১৯৫৮ সালে ওয়েস্টইন্ডিজ দলের বিরুদ্ধে টেস্টে অভিষেক ঘটে আহমেদের।

তাঁর টেস্ট ক্রিকেট জীবন শেষ হয় দুর্ভাগ্যজনকভাবে। পাকিস্তান বোর্ড তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাজনিত ব্যবস্থা হিসাবে অস্ট্রেলিয়া ট্যুর থেকে দেশে ফেরত পাঠিয়ে দেয়। কারণ সইদ আহমেদ মেলবোর্ন টেস্টে লিলির সঙ্গে উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়েন। অবসর নেওয়ার কিছুদিন পরে ধর্মীয় প্রতিষ্ঠান তবলিগী জামাতের প্রচারকের ভূমিকায় তাঁকে দেখা যায়।