এসএসসি গ্রুপ ডি বিভাগে নিয়োগে নিয়মভঙ্গের অভিযোগে আরও চাপে পড়েছে স্কুল সার্ভিস কমিশন। ২৫ এর পর আরও ৫৪২টি ভুয়ো নিয়োগে বেতন বন্ধ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
বৃহস্পতিবার, ভুয়ো নিয়োগের নথি খতিয়ে দেখে বেতন বন্ধের সিদ্ধান্ত নিতে এসএসসি-কে নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ৫৪২টি অভিযোগের নথি তুলে দেওয়া হল কমিশনকে। নথি খতিয়ে কমিশন ৪ মে ২০১৯-পর নিয়োগ সুপারিশ দিয়ে থাকলে এবং তার ভিত্তিতে মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগ করে থাকলে তবেই বেতন বন্ধ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সংশ্লিষ্ট ডিআই-দের বেতন বন্ধ করতে নির্দেশ দেবে এসএসসি। ৫৪২টি ভুয়ো নিয়োগে বেতন বন্ধের নির্দেশ দেবে এসএসসি। আদালতের দেওয়া নিয়োগ নথি খতিয়ে দেখে তবেই নির্দেশ দেওয়া হবে। ডিভিশন বেঞ্চের শুনানির পর ফের সিঙ্গেল বেঞ্চে শুনানি হবে বলে এদিন জানান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী ৯ ডিসেম্বর হবে পরবর্তী শুনানি।
সোমবার এসএসসি গ্রুপ ডি নিয়োগে দুর্নীতির অভিযোগ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ এই নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধায়৷ এমনকী ২১ ডিসেম্বরের মধ্যে তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছিলেন তিনি। কিন্তু সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য সরকার। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও রবীন্দ্রনাথ সামন্ত ডিভিশন বেঞ্চ এসএসসি মামলায় সিবিআই তদন্তের নির্দেশের উপর তিন সপ্তাহের অন্তবর্তী স্থগিতাদেশ জারি করেছে।