প্রশিক্ষণ চলাকালীনই মাঝ আকাশে ভেঙে পড়ল ব্ল্যাক হক হেলিকপ্টার ইউএইচ-৬০। বুধবার বিকেলে আমেরিকার আলবামায় টেনেসির ন্যাশনাল গার্ডের একটি হেলিকপ্টার ভেঙে পড়ে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এই দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা দুইজন পাইলটেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে ।
মার্কিন প্রতিরক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, প্রশিক্ষণের জন্যই ওই ব্ল্যাক হক কপ্টারটি ব্যবহার করা হচ্ছিল। হান্টসভিলের উপর দিয়ে যাওয়ার সময়ই আচমকাই ঘটে বিপত্তি। মাঝ আকাশে হেলিকপ্টারটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই হেলিকপ্টারে আগুন ধরে যায়। স্থানীয়দের তরফে তৎক্ষণাৎ পুলিশকে খবর দেওয়া হয়। খবর পাওয়া মাত্রই দ্রুত এমার্জেন্সি রেসপন্স টিমের একাধিক গাড়িকে ঘটনাস্থলে ছুটে আসতে থাকে। তবে,এখনও অবধি কপ্টারের ব্ল্যাক বক্সও উদ্ধার হয়নি। তা উদ্ধার হলেই দুর্ঘটনার আসল কারণ জানা যাবে।
মার্কিন রিপ্রেজেন্টেটিভ ডল স্ট্রং একটি টুইট করে বলেন, ‘ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় আমি অত্যন্ত দুঃখিত। এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল।’