রাজ্য লিড নিউজ

গরমের ছুটি এগিয়ে আনল সরকার

অতিরিক্ত গরমে নাজেহাল রাজ্যবাসী । রাজ্যে জারি হয়েছে তাপপ্রবাহের সর্তকতা । তাপমাত্রা পেরিয়ে গিয়েছে 40 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। এই অবস্থায় স্কুলে গিয়ে এবং স্কুল থেকে ফিরে অসুস্থ হয়ে পড়ছে বেশীরভাগ পড়ুয়া। সে কারণেই নতুন সিদ্ধান্ত রাজ্য সরকারে। আজ নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন গরমের ছুটির দিনক্ষণ। আগামী ২রা মে থেকেই রাজ্যের স্কুল-কলেজে গরমের ছুটি দেওয়ার কথা বলা হয়েছে।

বেসরকারি স্কুলগুলিতেও ২ মে থেকে ছুটি দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তবে এই মুহূর্তে সিবিএসই,আইসিএসই ও আইএসসি বোর্ডগুলির পরীক্ষা চলছে অধিকাংশ বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে। ফলে আন্যান্য ক্লাস বন্ধ থাকলেও পরীক্ষা বন্ধ রাখা সম্ভব নয়। অপরদিকে আজই রাজ্যে বাংলা মাধ্যম স্কুলগুলিতে শেষ হল উচ্চমাধ্যমিক ও একাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষা। সরকারি নির্দেশ অনুযায়ী আগামী ১৯ মে এর মধ্যে শেষ করতে হবে একাদশ শ্রেণির সব বিষয়ের প্রাক্টিক্যাল পরীক্ষা। সেই সঙ্গে আগামী ৭ মে এর মধ্যে পঞ্চম শ্রেনি থেকে দশম শ্রেণির প্রথম পার্বিক পরীক্ষা নেওয়ার নির্দেশ ও আছে স্কুলগুলিতে। ফলে এই পরিস্থিতিতে এতগুলি পরীক্ষা কী হবে সেটাই এখন দেখার। অশোকনগরের কল্যাণগড় বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক চপল বন্দ্যোপাধ্যায় বলেন, ” এই গরমে বাচ্চাদের কথা মাথায় রেখে ছুটি না দিয়ে উপায়ও ছিল না, কিন্তু সব পরীক্ষার প্রস্তুতিও যেহেতু নেওয়া হয়ে গেছে, ছাত্রছাত্রীদের জানিয়েও দেওয়া হয়েছে,একটু সমস্যা হলেও আমাদের সরকারি তরফে পরবর্তী নির্দেশ পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।”

উল্লেখ্য, প্রাথমিক স্কুলের সময় এগিয়ে আনা এবং ওআরএস সহ অন্যান্য সতর্কতামূলক ব্যবস্থা রাখার মত নির্দেশিকা আগেই জারি করেছে রাজ্য সরকার। আসলে করোনার পরবর্তী পর্বে ছেলেমেয়েদের স্কুলে যাওয়ার স্বাভাবিক অভ্যাসে ব্যাঘাত ঘটাল মাত্রাতিরিক্ত গরম। বেসরকারি কিছু স্কুল পড়ুয়াদের অসুবিধার কথা মাথায় রেখে তাদের ক্লাসের সময়সীমা কমিয়ে দিয়েছে। তাপ প্রবাহের কথা মাথায় রেখে সাউথ পয়েন্টের মতো স্কুল অনলাইন ক্লাস নেওয়া শুরু করেছে বলে জানা গেছে।