দেশ লিড নিউজ

চতুর্থ ঢেউয়ের ভ্রুকুটি, পরামর্শ বিশেষজ্ঞদের

ক্রমশই উর্ধ্বমুখী করোনার সংক্রমণ। এরই মধ্যে মারণ ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট XE এবং XD নিয়ে চিন্তা ক্রমশঃ বাড়ছে। প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ধাক্কা সামলে নিয়েছে ভারত। এবার কি তবে আসন্ন চতুর্থ ঢেউ?

চলতি বছরের জুন মাসে করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। জিনোম সিকোয়েন্সিং অ্যানালিসিস এর উপর ভিত্তি করে INSACOG জানিয়েছে, এখনও পর্যন্ত ভারতে করোনার মিউট্যান্ট প্রজাতি খুবই কম পাওয়া গিয়েছে। তবে বর্তমানে করোনার নতুন প্রজাতি XE এবং XD নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে বিশেষজ্ঞদের।

ভারতে XE প্রজাতির প্রথম সন্ধান পাওয়া যায় মুম্বাইয়ে। আর তারপর থেকেই মহারাষ্ট্রে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। অন্যদিকে, দিল্লিতে সংক্রমণ বৃদ্ধির পেছনে রয়েছে ওমিক্রন এবং তার নয়টি সাব ভ্যারিয়েন্ট। কেরালার অবস্থাও বেশ সংকটজনক।

বিশেষজ্ঞরা বলছেন, ‘প্যানিক না করে সতর্ক থাকুন। অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়তে পারে এই প্রজাতি। বিএ.১ (BA.1) এবং বিএ.২ (BA.2) এর রেকর্ড ভেঙে দিচ্ছে এক্সই। অবশ্য এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে মৃদু থেকে মাঝারি উপসর্গ দেখা দিতে পারে। XE থেকে বেশি আক্রান্ত হতে পারে বাচ্চারা। বাচ্চাদের সাবধানে রাখুন।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, “XE ১০ গুণ বেশি সংক্রামক।” ওমিক্রনের কারণে করোনার তৃতীয় ঢেউ দেখেছে দেশবাসী। নতুন এই প্রজাতি XE এর কারণেই দেশে করোনার চতুর্থ ঢেউ আসবে কিনা সে নিয়ে চিন্তায় বিশেষজ্ঞরা।