আনুশকা শর্মা ও বিরাট কোহলি তাদের প্রথম সন্তান জন্ম দিতে চলেছেন। দুজনেই টুইটার আর ইনস্টাগ্রামে জানিয়েছেন সুখবর। ভক্ত ও সহকর্মীদের অভিনন্দন বার্তায় ভরে উঠছে তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যম।
চার মাসের ‘বেবি বাম্পে’র ছবি শেয়ার করে আনুশকা লিখেছেন, ‘অবশেষে আমরা দুই থেকে তিন হচ্ছি। ২০২১–এর জানুয়ারিতে আসছে সে।’ ইনস্টাগ্রামে মাত্র দুই ঘণ্টায় আনুশকা–বিরাটের হাসিমুখের সেই ছবিতে প্রায় ২৭ লাখ লাইক পড়েছে। আলিয়া ভাট, তাপসী পান্নু, প্রিয়ঙ্কা চোপড়া, পরিণীতি চোপড়া, শ্রদ্ধা কাপুর, বরুণ ধাওয়ান, কাজল আগারওয়াল, কিয়ারা আদভানি, আয়ুষ্মান খুরানা, তাহিরা কশ্যপ, সানিয়া মীর্জা, দিয়া মীর্জা, বাণী কাপুর, সানিয়া মালহোত্রা, প্রীতি জিনতা, ডায়ানা পেন্টি, রিয়া কাপুর, ক্যাটরিনা কাইফ, আথিয়া শেঠি, পাউলি দাম, কৃতি শ্যনন, করণ জোহরসহ অসংখ্য তারকা শুভেচ্ছা জানিয়েছেন তাদের।
তিন বছর হলো কোহলি-আনুশকার বিয়ে হয়েছে। তারপর থেকেই তাঁদের দাম্পত্যের রসায়ন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার প্রথমবারের মতো মা-বাবা হওয়ার স্বাদ পেতে যাচ্ছেন এই দম্পতি।